করোনা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিএনপির লিফলেট বিতরণ কাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির নেতারা করোনা ভাইরাস সম্পর্কে বলেছেন, এটা একটা মহামারী, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বিএনপি পুরোপুরিভাবে তাদের দায়িত্ব পালন করছে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সেই দায়িত্ব আমরা পালন করছি। সেই দায়িত্বের অংশ হিসেবেই করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে খুলনায় আগামীকাল রবিবার থেকে লিফলেট বিতরণ করা হবে। করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা তৈরিতে দলের পক্ষ থেকে লিফলেট বিতরণের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এক বিবৃতিতে খুলনা মহানগর বিএনপি নেতারা এসব কথা বলেন।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।