করোনা সচেতনতায় নগরীতে সিপিবি’র বিভিন্ন কর্মসূচি পালিত
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ, আক্রান্ত হওয়া থেকে রক্ষার উপায় এবং করণীয় সম্পর্কে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি খুলনা মহানগরীর ২৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে গৃহীত কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল সন্ধ্যা ৭টায় শাখা সম্পাদকের বাসভবনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সিপিবি নেতা গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ। বিশেষ অতিথি ছিলেন সদর থানা সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী। বক্তব্য রাখেন সিপিবি নেতা রসু আক্তার, সরকার ভূষণ চন্দ্র তরুণ, এড. সুব্রত কুÐু, হাফিজুল ইসলাম প্রমুখ।
অন্যদিকে দলের খালিশপুর থানা কমিটির উদ্যোগে আজ প্লাটিনাম জুট মিলস গেট, ক্রিসেন্ট জুট মিলস কলোনী, বিআইডিসি রোডসহ বিভিন্ন এলাকায় সিপিবির কেন্দ্রীয় সদস্য এস এ রশীদের নেতৃত্বে করোনা সচেতনতায় প্রচারপত্র বিলি করা হয়। এ সময়ে আরও উপস্থিত ছিলেনÑশ্রমিক নেতা দেলোয়ার হোসেন, থানা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, শ্রমিক নেতা এস এম চন্দন, ছাত্রনেতা রবিউল ইসলাম রবি, সুমাইয়া বান্না প্রমুখ।
সোনাডাঙ্গা থানা সিপিবি’র এক জরুরী প্রস্তুতি সভা গতকাল সন্ধ্যায় দলের বয়রাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা সভাপতি নিতাই পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। বক্তব্য রাখেনÑথানা সিপিবি নেতা এম আর মুকুল, অধ্যাপক সঞ্জয় সাহা, সুশীলা মহলদার, শরীফুল ইসলাম সেলিম, সরোজ দাশ পিণ্টু প্রমুখ।