করোনা: শি জিনপিংয়ের বিরুদ্ধে মামলা, সাক্ষী ট্রাম্প-মোদী
এবারে করোনা ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের বিহার রাজ্যের এক আইনজীবী। সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার হলো, এ মামলার সাক্ষী রাখা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
বৃহস্পতিবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, সম্প্রতি করোনা ইস্যুতে ক্ষুব্ধ হয়ে চীনকে অভিযুক্ত করে ভারতের আদালতে একটি মামলা করেছেন মুরাদ আলি নামের এক আইনজীবী। তার অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যোগসাজশে সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়েছে চীন। আর এতে করেই প্রাণহানির শিকার হতে হচ্ছে লাখ লাখ মানুষকে।
আগামী ১৬ জুন এ মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত।
এর আগেও শি জিনপিংয়ের বিরুদ্ধে করোনা ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করেন বিহারেরই আরেক ব্যক্তি। ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলারও শুনানি হয়। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের একাধিক দেশে শি জিনপিংয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।