January 20, 2025
আঞ্চলিককরোনালেটেস্ট

করোনা শনাক্ত হওয়ায় খুলনার শান্তিনগর ‘লকডাউন’

দ. প্রতিবেদক
করোনাভাইরাসে একজন আক্রান্ত হওয়ায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রাস্থ শান্তিনগর এলাকা লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার রাতে খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ওয়াসিউল করিম (২৯) ওই এলাকার মৃত হান্নানের ছেলে। তিনি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রি এজেন্ট সাপ্লাই দেন।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহানগরীর সােনাডাঙ্গা থানার অন্তর্গত ছােট বয়রার শান্তিনগরের শেখ হাবিবুর রহমান সড়ক এলাকায় ১ জন ব্যক্তি করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হওয়ায় করোনাভাইরাস প্রতিরােধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্রামক রােগ (প্রতিবােধ, নিয়ন্ত্রণ ও নির্মল) আইন, ২০১৮ এর ১১(২) ধারা মােতাবেক পরবর্তী ঘােষণা না পর্যন্ত দেওযা উক্ত হাবিবুর রহমান সড়ক এলাকা অবরুদ্ধ (লকডাউন) করতঃ জনসাধারণের প্রবেশ ও
বাহির হওয়া নিষিদ্ধ ঘােষণা করা হলাে। আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেতু কুমার বড়ুয়া, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. তাজুল ইসলাম ও সোনাডাঙ্গা থানা পুলিশের সহায়তায় উক্ত চারতলা বাড়ি ও উক্ত রাস্তাটি লকডাউন করা হয়।


এর আগে মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনা জেলার ২২টি নমুনা ছিল। এদের মধ্যে তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। খুলনায় আক্রান্ত হওয়া ব্যক্তি সোনাডাঙ্গা থানাধীন খুমেক হাসপাতালের সামনের শান্তিনগর এলাকার বাসিন্দা।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ওয়াসিউল করিম নামের ওই ব্যক্তি মঙ্গলবার খুমেকের ফ্লু কর্নারে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। গত তিন সপ্তাহ তার জ্বর আছে। তিনি এখন ভাল আছেন। বাসায় কোয়ারেন্টাইনে আছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *