November 25, 2024
জাতীয়লেটেস্ট

করোনা শনাক্তের হার দেড় শতাংশের নিচে

করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার কিছুটা কমে গত ২৪ ঘণ্টায় দেড় শতাংশের নিচে নেমে এসেছে। এ সময়ে সরকারি ও বেসরকারি ৮৩২টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ১০৫ টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ১০০ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন ২৩২ জন রোগী শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৬ শতাংশ।

শুক্রবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। সেই থেকে চলতি বছরের ২১ অক্টোবর পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ১ কোটি ১ লাখ ৮৮ হাজার ৬২৩ টি নমুনা পরীক্ষায় ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জন রোগী শনাক্ত হয়। শুক্রবার পর্যন্ত মোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ৩৮ শতাংশ।

অন্যদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে চারজনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ দুইজন ও নারী দুইজন। সবাই সরকারি হাসপাতালে মারা যান। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮০৫ জনে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *