করোনা রোগী পালানোর চেষ্টা করলে গুলি করো!
কোনো করোনা রোগী যদি হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করে, তবে তাকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে নেপালের একটি জেলার স্থানীয় সরকার।
নেপালের ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্ট শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির মানবাধিকার কর্মীরা এ নির্দেশের ব্যাপক সমালোচনা করেছেন এবং কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আইসোলেশন ওয়ার্ড থেকে কোনও করোনা সংক্রমিত রোগী পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছে দেশটির পারসা জেলা ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার।
তবে স্থানীয় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। দেশটির মানবাধিকার কর্মীরা সরকারের এই নির্দেশকে বিপজ্জনক উল্লেখ করে এর মাধ্যমে মানুষের মৌলিক মানবাধিকারের লঙ্ঘিত হবে বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পারশা জেলার প্রধান কর্মকর্তা বিষ্ণু কুমার কারকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে মোতায়েনের নির্দেশ দেন।
তিনি বলেন, হাসপাতালে আইসোলেশনে থাকা রোগীরা পালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাকে গুলি করতে পারবে।
জেলার সহকারী প্রধান কর্মকর্তা ললিত কুমার বাসনেত বলেন, হাসপাতাল এবং আইসোলেশন ওয়ার্ড থেকে রোগীর পলায়নে বাধাদানে নিরাপত্তা কর্মীদের বলপ্রয়োগের অনুমতি দেয়া হয়েছে। এমনকি প্রয়োজনে তারা গুলিও ছুড়তে পারবেন।
বুধবার দেশটির নারায়নি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে দু’জন করোনা পজিটিভ রোগী পালিয়ে যান। হাসপাতাল থেকে রোগীর এই পালিয়ে যাওয়ার ঘটনার পর নিরাপত্তাবাহিনীকে বলপ্রয়োগের অনুমতি দেওয়া হলো।
নেপালে এখন পর্যন্ত করোনায় কেউ মারা যাননি। আক্রান্ত হয়েছেন ২৫০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ জন।