January 20, 2025
করোনাজাতীয়

করোনা রোগীকে ইনজেকশন দিয়ে স্বাস্থ্যকর্মীও আক্রান্ত!

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক কর্মী করোনা শনাক্ত হয়েছে।

জানা গেছে, কয়েক দিন আগে পটিয়ায় তার বাড়ির পাশের এক রোগীকে ইনজেকশন পুশ করেন। পরে ওই ব্যক্তি করোনা শনাক্ত হলে তিনিও নমুনা পরীক্ষা করান।

শুক্রবার (৮ মে) চট্টগ্রামের ফৌজদারহাটে বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষায় তারও করোনা শনাক্ত হয়।

উপজেলা আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজীব দে জানান, আক্রান্ত এক রোগীর কাছ থেকে ওই স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা, মেডিকেল টেকনোলজিস্টসহ (ল্যাব) ছয়জন কর্মী ও তাদের পরিবারে আটজন সদস্যসহ ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, ‘গত শুক্রবার থেকে আক্রান্ত কর্মী ১৪ দিনের জন্য হোম আইসোলেশনের রয়েছেন। এখন পর্যন্ত তার কোনো উপসর্গ দেখা যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সার্বক্ষণিক তার খোঁজ খবর নিচ্ছে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *