করোনা: রাশিয়ায় শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ছাড়ালো
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ১২ জন। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ছাড়ালো।
রোববার (১০ মে) বার্তাসংস্থা রয়টার্স জানায়, রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ায় এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৯ হাজার ৬৮৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই শনাক্ত হয়েছে ১১ হাজার ১২ জন। এসময়ের মধ্যে এ রোগে মারা গেছেন ৮৮ জ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাশিয়ায় মারা গেছেন মোট ১ হাজার ৯১৫ জন। শনাক্ত রোগীর সংখ্যার দিক থেকে বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে দেশটি।