করোনা মোকাবিলায় ৫১ কোটি রুপি অনুদান বিসিসিআইয়ের
করোনা ভাইরাস আতঙ্কে দিন কাটছে পুরো বিশ্বের। এশিয়া, ইউরোপ থেকে শুরু করে প্রতিটি মহাদেশের প্রায় সবকটি দেশেই ছড়িয়েছে পড়েছে প্রাণঘাতী কোভিড-১৯। করোনা ছড়িয়ে পড়েছে ভারতেও। প্রায় ১ হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ২৪জন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে তিন সপ্তাহের লকডাউনে চলছে ভারতে। তবে দেশটির এমন দুর্যোগের সময় এগিয়ে এসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
৫১ কোটি রুপির বিশাল অনুদান দেবে বিসিসিআই। আর এর পুরোটাই ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় বিসিসিআই থেকে।
অবশ্য জানা যায়, এই ৫১ কোটি রুপির মধ্যে বিসিসিআই সরাসরি দেবে ৩৫ কোটি এবং ৩২টি রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি থেকে আসবে ৫০ লাখ রুপি করে।