January 20, 2025
করোনাজাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

করোনা মোকাবিলায় চীনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর সন্তোষ

করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে চীনের অব্যাহত সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আগামীতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর হবে বলে প্রত্যাশা করেন তিনি।

রোববার (৪ অক্টোবর) ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন বার্তা পাঠান। বার্তায় চীনা প্রেসিডেন্ট ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

চীনা প্রেসিডেন্টকে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দুই দেশের জনগণ হাজার বছর আগে যোগাযোগ স্থাপন করেছিলেন। যার মধ্য দিয়ে দু’টি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও বাণিজ্যের প্রবাহকে সহায়তা করেছিল। তিনি ১৯৫২ ও ১৯৫৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করিয়ে দিয়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘নয়া চীন যেমন দেখেছি’ বই দু’টির কথা স্মরণ করেন। বইয়ে বাংলাদেশের জনগণের প্রতি চীনবাসীর আবেগ, প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি চলাকালে বাংলাদেশকে চীনের অব্যাহত সহায়তার প্রশংসা করেন। আগামী দিনগুলিতে বিদ্যমান সম্পর্ক আরও গভীর হবে বলে প্রত্যাশা করেন তিনি।

৪ অক্টোবর বাংলাদেশ-চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চীনকে আলাদা বার্তা দিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *