করোনা মোকাবিলায় র্যাব-এর কাছে মাস্ক ও খাদ্যসামগ্রী হস্তান্তর করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
খবর বিজ্ঞপ্তি
করোনাভাইরাস দুর্যোগ মোকাবিলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের ব্যবহারের জন্য ১৫০০০ মাস্ক এবং র্যাব-এর সহায়তায় জনগণের মাঝে বিতরেনর জন্য ২০০০ ব্যাগ খাদ্যসামগ্রী হস্তান্তর করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এম জি আই)। র্যাব-এর মহা পরিচালক জনাব বেনজির আহমেদ-এর কাছে বুধবার এসব সামগ্রী হস্তান্তর করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তফা কামাল। হস্তান্তরিত খাদ্যসামগ্রীর প্রতিটি ব্যাগে ছিলো ৪ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবন এবং ১ লিটার সয়াবিন তেল। এর আগেও করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান ও নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, টাঙ্গাইল, যশোর, খুলনা ও শরীয়তপুর জেলা সহ দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক, ইউএনও এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরনের জন্য ২৫০০০ ব্যাগ খাদ্যসামগ্রীর সহায়তা দিয়েছিলো প্রতিষ্ঠানটি।