November 29, 2024
আন্তর্জাতিককরোনা

করোনা: মৃত্যুহার কমছে ইতালি-ফ্রান্সে

যুক্তরাষ্ট্র ও স্পেনের আগে ইতালি হয়ে উঠেছিল বৈশ্বিক করোনা মহামারির কেন্দ্র। ইউরোপের দেশ যুক্তরাজ্য, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ডসের মতো করোনায় মৃত্যুহার শুধু বেড়েই চলছিল ফ্রান্সেও। তবে এতদিনে আশার খবর দিচ্ছে ইতালি ও ফ্রান্স।

সোমবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা জানাচ্ছে মৃত্যুহার কমছে ইতালি ও ফ্রান্সে।

ইতালি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৪৩১ জন, যেটা গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

অপরদিকে ফ্রান্সের অফিসিয়াল তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে কমেছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও লাইফ সাপোর্টে থাকা রোগীর সংখ্যা। মারা গেছে ৩১৫ জন, যেটা গতদিনের চেয়ে কম।

তবে স্পেনে আবার বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬শ’র বেশি। তবে নতুন আক্রান্তের সংখ্যা কমছে প্রতিদিন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৩৬৩ জন। মৃত্যু ১৯ হাজার ৮৯৯। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৩২ হাজার, মৃত্যু ১৪ হাজার ৩৯৩। বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১৮ লাখ। আর মৃত্যু ১ লাখ ১৪ হাজার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *