করোনা: ভারতে ২৪ ঘণ্টায় সর্বাধিক ৫২৪২ জন শনাক্ত
গত ২৪ ঘণ্টায় ভারতে ৫ হাজার ২৪২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বাধিক। এতে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ৯৬ হাজার ১৬৯ এবং তাদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ২৯ জন।
সোমবার (১৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ সোমবার থেকে ৩১ মে পর্যন্ত বাড়ানোর সরকারি ঘোষণার দিনেই সংক্রমণ এক লাফে অনেকটা বাড়লো। তবে অঞ্চলভেদে সংক্রমণের হারের ওপর ভিত্তি করে বিধিনিষেধ শিথিলের ক্ষমতা রয়েছে রাজ্যগুলোর।
শনাক্ত রোগীদের বেশিরভাগই মহারাষ্ট্রে, যা ৩৩ হাজারেরও বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৪৭ জন। মহারাষ্ট্রের পরই গুজরাট, তামিলনাড়ু এবং দিল্লির অবস্থান।
ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার হার ৩৮ দশমিক ২৯ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৮২৪ জন।