করোনা: ভারতে একদিনে ১১২৯ মৃত্যুর রেকর্ড
ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে নতুন শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪৫ হাজার ৭২০, যা একদিনে সর্বোচ্চ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ৭ লাখ ৮২ হাজার ৬০৭ জন এবং মারা গেছেন ২৯ হাজার ৮৬১ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রের মারা গেছেন ১২ হাজার ৫৫৬ জন।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট ও পশ্চিমবঙ্গ।