January 21, 2025
আন্তর্জাতিক

করোনা ভাইরাস: নজরদারিতে ভারতের শতাধিক মানুষ

দক্ষিণাঞ্চল ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ভারতের কেরালা ও মহারাষ্ট্রে শতাধিক মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে উদ্ধৃত করে গতকাল রবিবার ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনো করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার নিশ্চিত কোনো ঘটনা শনাক্ত হয়নি। সাত যাত্রীর নমুনা পরীক্ষার জন্য পুনের একটি গবেষণাগারে পাঠানো হয়েছে। এর আগে চার যাত্রীর নমুনা পরীক্ষা করে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়নি।

কেরালার জ্যেষ্ঠ এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আজ রাজ্যে নতুন ৯৯ যাত্রী এসেছে। সব মিলে মোট ১৭৯ যাত্রী নজরদারিতে আছে। মাত্র সাত জনের শরীরেই কোনো লক্ষণ পাওয়া গেছে। তাদের রক্ত ও শ্বাস-প্রশ্বাসযন্ত্রের নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

এদের মধ্যে ত্রিশুর, তিরুবন্তপুরম, পাঠানমথিত্ত ও মালাপ্পুরমের একজন করে এবং এর্নাকুলামের তিনজন করে রয়েছেন। তাদের সবাইকে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আলাদাভাবে রাখা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি তিন জনের মধ্যে দুজনকে পরীক্ষা করে কোনো জীবানু পাওয়া যায়নি। সতর্কতার জন্য তাদের এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর তৃতীয় ব্যক্তির রক্ত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন তারা।

চীনে নতুন করে ছড়িয়ে এই প্রাণঘাতী ভাইরাসের ছড়িয়ে পড়া নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিস্থিতি মোকাবিলায় ভারতের প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চীনে দুই হাজার ছাড়িয়ে গেছে, যাদের মধ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই চীনা নাগরিক। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর বৈঠকে শনিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ‘গুরুতর পরিস্থিতি’ মোকাবিলা করছে।

প্রাদুর্ভাবের কারণে এক কোটি ১০ লাখ বাসিন্দার উহান শহরে জরুরি যানবাহন ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন চান্দ্রবর্ষ উদযাপন সামনে রেখে ঘরমুখী মানুষের চলাচল নিয়ন্ত্রণে শুক্রবার থেকে চীন ১০টি শহরে গণপরিবহন ও সংশ্লিষ্ট এলাকাগুলোর মন্দির বন্ধ করে দিয়েছে। পর্যটকদের অন্যতম গন্তব্য ‘নিষিদ্ধ শহর’ও মহাপ্রাচীরের একটি অংশও বন্ধ রাখা হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *