January 20, 2025
লাইফস্টাইল

করোনা ভাইরাস কোথায় কতক্ষণ বেঁচে থাকে ?

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতে পারবেন, যখন জানা থাকবে ভাইরাসটি কোথায় কতক্ষণ বেঁচে থাকতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের একজন ভাইরোলজিস্ট নিলৎজে ফান ডোরমালেন তার সহকর্মীদের নিয়ে গবেষণা চালিয়ে দেখেছেন কোভ-২ বা সার্স ভাইরাস কতক্ষণ বেঁচে থাকতে পারে।

বিশেষজ্ঞরা বলেন,
•    দরজার শক্ত হাতল, লিফটের বাটন এবং কিচেন ওয়ার্কটপের মতো শক্ত জিনিসের গায়ে প্রায় ৪৮ ঘণ্টা টিকে থাকতে পারে

•    ভাইরাস কার্ডবোর্ডের মতো শক্ত জিনিসের ওপর ২৪ ঘণ্টা আর প্লাস্টিকের জিনিসের গায়ে দুই থেকে তিন দিনও বেঁচে থাকতে পারে

•    তবে কাপড়ের মতো নরম জিনিসের গায়ে এটি এতো লম্বা সময় বেঁচে থাকতে পারে না।
•    যে পোশাক পরেছেন এবং তাতে যদি ওই ভাইরাস থাকেও, দু’দিন না পরলে সেখানে ভাইরাসটি জীবিত থাকার আর সম্ভাবনা নেই

•    সব থেকে জরুরি বিষয় হচ্ছে ভাইরাসটি লেগে আছে এরকম জিনিসে শুধু স্পর্শ করলেই আপনি আক্রান্ত হবেন না। স্পর্শ করার পর আপনি যদি হাত দিয়ে মুখ, নাক অথবা চোখ স্পর্শ করেন তাহলেই এই ভাইরাসটি আপনার শরীরে ঢুকে পড়বে। তাই এই ভাইরাসটি প্রতিরোধে গুরুত্বপূর্ণ একটি করণীয় হচ্ছে হাত দিয়ে মুখ স্পর্শ না করা।

বারবার সাবান পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে হাত জীবাণুমুক্ত রাখা। এছাড়া বাইরে থাকলে সঙ্গে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার রাখুন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *