November 25, 2024
আন্তর্জাতিক

করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২৪৫৮৯ জনের!

সরকারি তথ্য অনুযায়ী হুবেই প্রদেশের উহানে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে চীনে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। আর হংকং এবং ফিলিপাইনে মৃত্যু হয়েছে আরও দুইজনের। সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা ৫৬৫। এ রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮ হাজারের বেশি। কিন্তু চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান টেনসেন্ট থেকে ফাঁস হওয়া সাম্প্রতিক এক তথ্য এ সংখ্যাগুলোকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সেখানে বলা হচ্ছে- করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৫৮৯ জনের। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২৩ জন। এ পরিসংখ্যান শনিবারের (০১ ফেব্রুয়ারি)।

টেনসেন্টের ওয়েবপেজে ‘মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ’ শিরোনামে এ তথ্য প্রকাশ করা হয় শনিবার (০১ ফেব্রুয়ারি)।

এতে বলা হয় করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ৫৮৯ জন। এসময় সরকারি তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা ছিল ৩০০। আর আক্রান্তের সংখ্যা বলা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৩ জন। যা সরকারি তথ্য আক্রান্তের সংখ্যার চেয়ে দশগুণ বেশি।

তবে কিছুক্ষণ পরই টেনসেন্ট তাদের তথ্য সংশোধন করে নেয়। সংশোধনের পর সেখানে সরকারি হিসাব ঝুলিয়ে দেওয়া হয়।

...

উহান থেকে ছড়িয়ে যাওয়া নভেল করোনা ভাইরাস বিষয়ে চীনা সরকারের পরিসংখ্যান নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এরমধ্যে টেনসেন্টের এই পরিসংখ্যান চীনা কর্তৃপক্ষকে বেশ বেকায়দায় ফেলবে এটাই স্বাভাবিক।

তবে কেউ কেউ ধারণা করছেন, কোডিং সমস্যার কারণ এ ঘটনা ঘটেছে।

আবার অনেকে বলছেন, কেউ না কেউ পেছন থেকে কাজ করেছেন যেন করোনা ভাইরাসে মৃত্যু এবং আক্রান্তের সঠিক সংখ্যা সামনে আসে।

অভিযোগ রয়েছে, উহানে করোনা ভাইরাসে আক্রান্ত অনেকেই চিকিৎসা পাচ্ছেন না, তাদের মৃত্যু হচ্ছে হাসপাতালের বাইরে।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অন্য দেশগুলোতেও দেখা যাচ্ছে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ২৮ হাজারেরও বেশি মানুষ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *