করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়ালো
বিশ্বজুড়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ১৭৫ জন।
মঙ্গলবার (১৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
করোনা ভাইরাসের উৎসস্থল চীনে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমলেও বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সোমবার (১৬ মার্চ) চীনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ জন।
কোভিড-১৯ মহামারির কেন্দ্র এখন ইউরোপে। এ রোগে ইতালিতে আরও ৩৪৯ জনের মৃত্যুর পর দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৫৮। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৯৮০ জন।
স্পেনে এ রোগে আরও ২৪১ জন মারা গেছেন। সব মিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩৪২ এবং আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৪২ জন।
ইতালির পর রোগটির প্রাদুর্ভাব বেশি ইরানে। দেশটিতে আক্রান্তের সংখ্যা মোট ১৪ হাজার ৯৯১ এবং এ পর্যন্ত মারা গেছেন ৮৫৩ জন।
বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে এ রোগটি ছড়িয়ে গেছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬২ জন এবং মারা গেছেন ৭ হাজার ১৭৫ জন।