করোনা ভাইরাসে আক্রান্ত হলেন স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে রোববার (১৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
স্পেনে এখন পর্যন্ত ৬ হাজার ৩৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৯৬ জনের। এ পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী সানচেজ। ১৫ দিন জনগণকে খাবার, ওষুধ কেনা বা কাজে যাওয়ার মতো জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।