করোনা ভাইরাসসহ ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস রোধকল্পে কেসিসি’র কর্মসূচি
নগর ভবনে জরুরী সভায় সিদ্ধান্ত গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীতে করোনা (কোডিভ-১৯) ভাইরাসের সংক্রমণ রোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক সভা গতকাল সোমবার বিকেলে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসি’র স্বাস্থ্য বিভাগ জরুরী ভিত্তিতে এ সভার আয়োজন করে।
সভায় জানানো হয়, করোনা ভাইরাস এখন বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাপক জনসচেতনতা ও প্রতিরোধমুলক ব্যবস্থা গ্রহণই এ রোগের সংক্রমণ থেকে রক্ষার উপায়। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে জনসাধারণকে সচেতনতা অবলম্বনসহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন। পাশাপাশি খুলনা সিটি কর্পোরেশনও করোনা ভাইরাসসহ ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস রোধকল্পে কর্মসূচি হাতে নিয়েছে। পারস্পারিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এ সংকট থেকে বেরিয়ে আসতে হবে বলে সভায় উল্লেখ করা হয়।
সিটি মেয়র এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার পাশাপাশি নগরীতে পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, মশক নিধন কার্যক্রম জোরদার করা এবং ক্লিনিকাল বর্জ্য সাথে সাথে পুড়িয়ে ফেলার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নিদের্শ দেন। এছাড়া নগরীতে কর্মরত সরকারি ও বেসরকারি সংস্থাসমূকে একযোগে কাজ করার আহবান জানান।
কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, সদস্য কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার ও সাহিদা বেগম, সচিব মো: আজমুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ, স্বাস্থ্য বিভাগ-খুলনার উপপরিচালক শামীম আরা নাজনীন, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ মোঃ আতিয়ার রহমান, কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, সহকারি স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এম.এ আলী, এফপিএবি’র জেলা কর্মকর্তা বাসুদেব দাস, এ্যাডামস-এর প্রজেক্ট ম্যানেজার তাপস কুমার দাসসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।