January 21, 2025
আন্তর্জাতিককরোনা

করোনা বিষয়ে ‘ঘৃণার সুনামি’ বন্ধের আহ্বান জানালো জাতিসংঘ

করোনা ভাইরাস মহামারির কারণে প্রতিনিয়ত বাড়তে থাকা জাতিবিদ্বেষের অবসান ঘটানোর আহ্বান জানালেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিবিসি জানায়, শুক্রবার (৮ মে) গুতেরেস বলেন, ‘এ মহামারি ঘৃণা, আতঙ্ক ও জাতিবিদ্বেষের সুনামি সৃষ্টি করেছে। অনলাইনে এবং সড়কে বিদেশবিরোধী মনোভাব বেড়েছে। ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্বের বিস্তার ঘটেছে এবং কোভিড-১৯ সংশ্লিষ্ট ইসলামবিদ্বেষী আক্রমণ চলছে।’

তিনি বলেন, ‘শুধু নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, তথ্যকর্মী, ত্রাণকর্মী এবং মানবাধিকার কর্মীদের আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।’

বিশ্বজুড়ে ঘৃণার বাণী ছড়ানো বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়েছেন গুতেরেস। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে জাতিবিদ্বেষ, নারীবিদ্বেষসহ অন্য ক্ষতিকারক কনটেন্ট সরিয়ে ফেলার আহ্বানও জানান তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *