করোনা প্রতিরোধে সিপিবির বিভিন্ন উপকরণ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে হেক্সসল-স্যানেটাইজার দ্বারা হাত ধোয়ানো এবং মাস্ক, চাল-ডাল ও ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑসিপিবির কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা এস এম চন্দন, খুলনা জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি উত্তম রায়, সাবেক ছাত্রনেতা আবুল হাসেম প্রমুখ।
অপরদিকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক জরুরী সভায় করোনা প্রতিরোধে খুলনায় সিপিবি’র স্বেচ্ছাসেবকবাহিনী গঠন করা হয়। পার্টির খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশকে সমন্বয়ক, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ ও মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদারকে সদস্য করে এক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে খুলনা ও মহানগরের সকল থানা ও উপজেলার সাধারণ সম্পাদকগণ সদস্য হিসেবে থাকবেন। প্রাথমিক পর্যায়ে ৩০ জন স্বেচ্ছাসেবকের নাম নির্ধারণ করা হয়েছে।