November 27, 2024
জাতীয়

করোনা প্রতিরোধে সব মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার আহŸান

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়।

গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রাশেদ খান মেনন বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বেগম সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ. ক. ম. সরওয়ার জাহান ও বেগম আরমা দত্ত অংশগ্রহণ করেন। সংসদ সচিবালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে করোনা ভাইরাস মোকাবিলা প্রসঙ্গে বিভিন্ন আলোচনা হয়। এ ভাইরাস প্রতিরোধে সব মন্ত্রণালয় ও দেশের সব মানুষকে যৌথভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া বৈঠক থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের সবাইকে মুজিববর্ষের শুভেচ্ছা জানানো হয়।

শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট’র (বাংলাদেশ) সার্বিক বিষয়ে তদন্তের উদ্দেশ্যে গঠিত সাব-কমিটি প্রদত্ত প্রতিবেদনের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয় বৈঠকে। এ সময় শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) বিষয়ে সাব-কমিটি প্রদত্ত সুপারিশের আলোকে ট্রাস্টের জন্য একজন যোগ্য ও উপযুক্ত নির্বাহী পরিচালক নিয়োগের সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে পিআরএল ভোগকারী কর্মকর্তাদের শিক্ষা সফরে বিদেশে মনোনয়ন না দেওয়ার সুপারিশও জানানো  হয়। সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বয়স্ক ভাতা ও বিধবা ভাতা প্রদানের ক্ষেত্রে ডাটাবেইজ তৈরি করে সুবিধাভোগীদের মধ্যে স্বচ্ছতার ভিত্তিতে অতিদ্রæত মন্ত্রণালয়কে ভাতা প্রদানের ব্যবস্থা করার সুপারিশও করা হয়। প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০১৯-এর আলোকে প্রতিবন্ধী স্কুল স্বীকৃতি/ এমপিওভুক্তির জন্য বাছাই প্রক্রিয়া নিয়ে আলোচনা ও এ সব স্কুল বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দ্রæত এমপিওভুক্তি কার্যক্রম সম্পন্ন করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা  গ্রহণের সুপারিশও জানায় কমিটি।

এ দিনের বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *