January 21, 2025
আন্তর্জাতিক

করোনা: পশ্চিমবঙ্গে আক্রান্ত বেড়ে ৩৭, মৃত্যু ৭ জনের

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ২২ থেকে একলাফে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩৭। শেষ ২৪ ঘণ্টায় ১৫ জনের শরীরে মিলেছে প্রাণঘাতী ভাইরাস কোভিড-১৯।

এছাড়া বুধবার (০১ এপ্রিল) সকাল পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৭ জনের।

জানা যায়, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত ৫৭ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত ২৩ মার্চ শ্বাসকষ্ট, জ্বর নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন বেলঘড়িয়ার হাসপাতালে। ২৬ তারিখ থেকে তার অবস্থার অবনতি হতে থাকে।

এছাড়া রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া সরকারি তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গে কোয়ারেন্টিনে থাকা মানুষের সংখ্যা ছিল ৪৭ হাজার। পরের ২৪ ঘণ্টায় সেই সংখ্যা বেডে় হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার। ইতিমধ্যে রাজ্যের প্রথম করোনা আক্রান্তসহ ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত হয়েছে ১ হজার ৫৯০ জন। মৃত্যু হয়েছে ৪৫ জনের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *