January 20, 2025
করোনাজাতীয়

করোনা পরীক্ষার ফল ৭২ ঘণ্টার মধ্যে আইইডিসিআরে পৌঁছানোর নির্দেশনা

রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত আরটি-পিসিআর ল্যাবরেটরিতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল ৭২ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানোর নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সম্প্রতি অনুষ্ঠিত কোভিড-১৯ জাতীয় পরামর্শক কমিটির সভায় বলা হয়, করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া থেকে পরীক্ষার ফলাফল পাওয়া পর্যন্ত অনেক বেশি সময় লেগে যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষার ফলাফল দ্রুত আইইডিসিআরের পাঠানোর ব্যবস্থা করা একান্ত প্রয়োজন।

পরামর্শক কমিটির সুপারিশ মোতাবেক নমুনা পরীক্ষার ফলাফল যেন ৭২ ঘন্টার মধ্যে আইইডিসিআরে পৌঁছায় সে ব্যাপারে ব্যবস্থা নিতে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালককে ‘নির্দেশক্রমে অনুরোধ’ জানানো হয়।

১৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ পার-১ অধিশাখার উপসচিব ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির ফোকাল পয়েন্ট শামীমা নাসরিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি হয়।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। শুরুর দিকে শুধুমাত্র আইইডিসিআরের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হলেও বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে ৭৯টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হচ্ছে। গতকাল ১৫ জুলাই পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট সর্বমোট ৯ লাখ ৮০ হাজার ৪০২টি নমুনা পরীক্ষা করে সর্বমোট এক লাখ ৯৩ হাজার ১৩৪ জন করোনা রোগী সনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২৪৫৭ জনের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *