করোনা পরিস্থিতি বিবেচনায় এরশাদের জন্মদিনের অনুষ্ঠান স্থগিত
দেশের করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় ২০ মার্চ অনুষ্ঠেয় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানমালা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা ও সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের সন্ধ্যায় পার্টি মহাসচিব ও শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
এই নির্দেশনায় সারাদেশের সব ইউনিট কমিটির আয়োজনও স্থগিত করতে অনুরোধ করা হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জানিয়েছেন, দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিনের আয়োজন অনুষ্ঠিত হবে।