করোনা পরিস্থিতি নিয়ে বিকেলে স্বাস্থ্যের ডিজির সংবাদ সম্মেলন
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। পূর্ববর্তী সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্তের হার ২২২ শতাংশ বেড়েছে। একই সময়ে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে ৬১ শতাংশ। করোনা সংক্রমণের এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ (এবিএম) খুরশীদ আলম।
সোমবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি ও করণীয়, হাসপাতালের প্রস্তুতিসহ নানা বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন।
এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় (রোববার) ২৯ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৮ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ এ রোগে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। দেশে এর আগে দুই দফা করোনার সংক্রমণ হয়। বর্তমানে তৃতীয় দফায় করোনার সংক্রমণ চলছে। শুধু বাংলাদেশই নয়, ইউরোপ ও আমেরিকাসহ গোটা বিশ্বে বর্তমানে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন।