January 21, 2025
করোনাজাতীয়লেটেস্ট

করোনা থাকলে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে

করোনা ভাইরাস মহামারির প্রার্দুভাব অব্যাহত থাকলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সংকট মোকাবিলার কার্যক্রম সমন্বয়ে সোমবার (২৭ এপ্রিল) সকালে গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে এ কথা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এখন একটাও খুলবে না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ থাকবে যদি করোনা ভাইরাসের প্রার্দুভাব অব্যাহত থাকে। যখন এটা থামবে তখন আমরা খুলবো।

মসজিদে সীমিত আকারে নামাজ পড়ার জন্য ইমাম-মুয়াজ্জিনসহ মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে বলবো ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করেন। রমজানে আল্লাহর কাছে দোয়া করেন। যাতে বাংলাদেশ যেন এ দুর্যোগ থেকে মুক্তি পায়। সারা বিশ্বের মানুষ যেন মুক্তি পায়।

কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের ফসল ফলাতে হবে। আরও উৎপাদন বাড়াতে হবে। কারণ এ কৃষিটাই এখন আমাদের একমাত্র সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ফসল উৎপাদন হলে আমরা নিজেরা যেমন খেতে পারবো তেমনি অন্য কোনো দেশে যদি অভুক্ত মানুষ থাকে তাদেরও সাহায্য করতে পারবো। সেই মানসিকতা নিয়ে কাজ করবেন।

সবাই সবাইকে সাহায্য করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আস্তে আস্তে বিধিনিষেধ শিথিল করার আভাস দিয়ে শেখ হাসিনা বলেন, এরপর ফসল লাগাতে হবে বা কিছু কিছু জীবনযাপন আমাদের আস্তে আস্তে আমাদের উন্মুক্ত করতে হবে। সেখানেও সবাই নিজেকে সুরক্ষিত রেখেই কাজ করবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *