January 21, 2025
জাতীয়

করোনা: ট্রেনে যাত্রী কমেছে প্রায় ৫০ শতাংশ

করোনা ভাইরাসের কারণে বিভিন্ন আন্তঃনগর ও মেইল ট্রেনে প্রায় ৫০ শতাংশ যাত্রী কমেছে। ফলে কমে গেছে রেলের রাজস্ব আয়ও।

এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে ট্রেনে উঠার আগে প্রত্যেক যাত্রীকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হচ্ছে। এছাড়া প্রতিটি বগির ওয়াশরুমে পর্যাপ্ত টিস্যু ও হাত পরিষ্কার করার বিভিন্ন উপকরণের ব্যবস্থা করেছে রেলওয়ে।

শনিবার (২১ মার্চ) বিকেলে চট্টগ্রাম রেলেওয়ে স্টেশনে দেখা যায়, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে যাত্রীরা উঠার আগে হাত পরিষ্কার করে দিচ্ছেন রেলওয়ের পূর্বাঞ্চলের দায়িত্বরত কর্মচারীরা। ওই ট্রেনের বিভিন্ন বগি ঘুরে দেখা যায়, যাত্রীদের মধ্যে করোনার আতঙ্ক রয়েছে। এছাড়া ট্রেনে যাত্রীর সংখ্যাও দেখা গেছে হাতেগোনা কয়েকজন।

রেলওয়ের পূর্বাঞ্চলের বাণিজ্যিক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ করার শর্তে বাংলানিউজকে বলেন, দুই সপ্তাহ আগেও ট্রেনে টিকিটের চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হতো। আর এখন আগের চেয়ে অর্ধেক টিকিট বিক্রি কমেছে, ফলে বেশিরভাগ সিট থাকছে ফাঁকা। এতে কয়েকদিনে রেলের রাজস্ব আয়ও ব্যাপক কমেছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বাংলানিউজকে বলেন, মূলত করোনা ভাইরাসের কারণে ট্রেনে যাত্রী কমছে। তবে এখন যারা ভ্রমণ করছেন তাদের প্রত্যেককে ট্রেনে উঠার আগে হাত পরিষ্কার করে দিচ্ছেন দায়িত্বরত কর্মচারীরা। এছাড়া প্রতিটি বগি পরিষ্কার রাখার পাশাপাশি, ওয়াশরুমে হাত পরিষ্কার করার জন্য বিভিন্ন উপকরণ রাখা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *