January 20, 2025
জাতীয়

করোনা টেস্ট করাতে অনেকে হয়রানির শিকার হচ্ছেন: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, করোনা সংক্রমণ যে হারে বেড়েছে সে হারে টেস্টিং বাড়েনি। আবার উপসর্গ নিয়ে টেস্ট করাতে গিয়ে অনেকে হয়রানির শিকার হচ্ছেন। টেস্টের ফলাফল পেতে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত লেগে যাচ্ছে। ফলাফল আসার আগেই আক্রান্ত ব্যক্তি সংক্রমিত করছে আরও অনেককে।

বুধবার (২৪ জুন) এক ভিভিও বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

ভিডিও বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, প্রয়োজনীয় সংখ্যায় টেস্টিং বাড়ালে আক্রান্তরা যথাযথ চিকিৎসা পাবে এবং সংক্রমণের সংখ্যা কমবে। রাজধানী ও বিভাগীয় শহরগুলিতে করোনা টেস্টের সুবিধা থাকলেও জেলা পর্যায়ে সাধারণ মানুষ করোনা টেস্টের সুবিধা হতে বঞ্চিত হচ্ছে। তাই প্রতিটি জেলায় আরটিপিসিআর ল্যাব স্থাপন জরুরি হয়ে পড়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *