করোনা: জেলা পরিষদ কর্তৃক দরিদ্রগোষ্ঠির মাঝে উপকরণ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা পরিষদ কর্তক জেলা পরিষদের ১৫টি ওয়ার্ডের অসহায় হতদরিদ্রদের মাঝে “করোনা” ভাইরাস প্রতিরোধ কল্পে সাবান, হ্যান্ড ওয়াস, মাস্ক বিতরনের কার্যক্রম গ্রহণ করা হয়। একই সাথে জনসাধারণকে সতর্ক করার জন্য লিফলেট বিতরণসহ খুলনা জেলার সদরসহ সকল উপজেলায় মাইকিং এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ১২টায় জেলা পরিষদ প্রঙ্গন হতে স্যানিটারী সামগ্রী (সাবান, হ্যান্ড ওয়াস, মাস্ক) বিতরনের কার্যক্রম শুরু করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। জেলা পরিষদের আওতাধীন ১৫টি ওয়ার্ডের মোট ১৯জন সদস্যদের মাধ্যমে স্ব স্ব ওয়ার্ডে বিতরণের জন্য প্রত্যেক সদস্যকে পর্যাপ্ত পরিমান মাস্ক, সাবান এবং বিশেষ স্থানে ব্যবহারের জন্য হ্যান্ড ওয়াস প্রদান করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ আছাদুজ্জামান, সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার বিশ্বাস, হিসাব রক্ষক সোমা দাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাছাড়া বিশিষ্ট সমাজ সেবকগন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।