করোনা: খুলনায় দু’দিনে নতুন কেউ শনাক্ত হয়নি
দ. প্রতিবেদক
প্রাণঘাতী করোনাভাইরাসে গত দুই দিনে খুলনায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। বুধ ও বৃহস্পতিবার ১০৯টি নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি জানান, বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর মেশিনে ২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ছিলো ৮টি নমুনা। তাদের নমুনা পরীক্ষার পর সবগুলোই নেগেটিভ এসেছে।
এর আগে গত বুধবার তিনি জানান, ওই দিন খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ৪৫ টি নমুনা ছিলো। সবগুলোই পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ এসেছে।