November 29, 2024
আন্তর্জাতিককরোনা

করোনা কেড়ে নিল আরও ৮ হাজারের বেশি প্রাণ

বিশ্বজুড়ে থামছেই না প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। এই ভাইরাসে ছোবলে গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার (০১ জুলাই) বিশ্বের বিভিন্ন দেশে আরও ৮ হাজারের বেশি মৃত্যু হয়েছে।

এ নিয়ে মহামারীতে মোট প্রাণহানি ৩৯ লাখ ৭০ হাজারের ওপর।

বৃহস্পতিবার নতুনভাবে শনাক্ত হয়েছে ৪ লাখ ২৩ হাজারের মতো মানুষ।

দৈনিক মৃত্যু-সংক্রমণের শীর্ষে ব্রাজিল। লাতিন দেশটিতে আরও ১৯শ’র বেশি মানুষ মারা গেছে করোনায়। এদিন ৬৩ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসটি।

এদিকে ভারতে কমছে দৈনিক মৃত্যু-শনাক্তের হার। বৃহস্পতিবারও ৭৯৬ জনের মৃত্যুর পর, মোট প্রাণহানি ছাড়ালো ৪ লাখের ঘর। নতুন শনাক্ত ৪৩ হাজারের ওপর। এদিন যুক্তরাষ্ট্রে ৩১৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

তবে রাশিয়ায় ৬৭২ জন, কলম্বিয়ায় ৬’শ আর আর্জেন্টিনায় সাড়ে ৪শ’র বেশি মানুষের প্রাণ গেছে। করোনায় বিশ্বজুড়ে মোট আক্রান্ত ১৮ কোটি ৩৪ লাখের কাছাকাছি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *