January 21, 2025
আন্তর্জাতিককরোনা

করোনা: একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ভারতে

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শুরুর পর থেকে গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড সংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে। একদিনে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১৫৫৩ জন।

সোমবার (২০ এপ্রিল) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৩ জনে। মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২৬৫। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত সবশেষ তথ্য এটি।

এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৫শ ৪৭ জন। করোনা টেস্টের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে নতুন রোগী শনাক্তের সংখ্যাও প্রতিদিন বাড়ছে।

ভারতীয় মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের তথ্য অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) পর্যন্ত দেশটিতে পরীক্ষা করা হয়েছে মোট ৪ লাখ ১ হাজার ৫৮৬টি নমুনা। এখন দিনে ৩০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করছে দেশটি। সংক্রমণের দিক থেকে এগিয়ে মহারাষ্ট্র ও গুজরাট।

বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্ত ছাড়িয়েছে ২৪ লাখ। মৃত্যু ১ লাখ ৬৫ হাজার। সুস্থ হয়েছে ৬ লাখের বেশি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *