করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৯২৯ জন: সিজিএস
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে বাংলাদেশে ১ মার্চ থেকে এখন পর্যন্ত ৯২৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস)।
বৃহস্পতিবার (১৪ মে) প্রতিষ্ঠানটির গবেষণা সহযোগী জিএম আরিফুজ্জামান ও হুমায়ূন এ তথ্য জানান।
তারা বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণকালে আমরা দেশের প্রিন্ট ও অনলাইন মিলে ২৫টি পত্রিকা পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করেছি। এখানে পহেলা মার্চ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন, তাদের হিসাব করা হয়েছে।’
ইউএনডিপির আর্থিক সহায়তায় বাংলাদেশ পিস অবজারভেটরি এবং সিজিএস মঙ্গলবার (১৩ মে) প্রতিবেদনটি প্রকাশ করে।