November 23, 2024
আন্তর্জাতিক

করোনা উপসর্গে হাসপাতালে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

শ্বাসকষ্ট ও উচ্চমাত্রার জ্বরসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের রাজধানী দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন।

মঙ্গলবার (১৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

সত্যেন্দর জৈনের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, হঠাৎ অক্সিজেন লেভেল কমে যাওয়ায় ও শরীরে জ্বর অনুভূত হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। শিগগিরই তার করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে অসুস্থ হওয়ার একদিন আগেই সোমবার (১৫ জুন) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এক বৈঠকে অংশ নেন সত্যেন্দর।

এর আগে গত সপ্তাহে জ্বর ও গলা ব্যথা হওয়ায় কেজরিওয়ালেরও করোনা টেস্ট করা হয়। তবে সে সময় তার করোনা নেগেটিভ আসে।

আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের মতে, ভারতে এখন পর্যন্ত ৩ লাখ ৪৩ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ১০ হাজার মানুষের। শনাক্তদের মধ্যে অন্যতম প্রধান হটস্পট দিল্লিতেই আছে ৪০ হাজারের বেশি মানুষ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *