December 21, 2024
আন্তর্জাতিক

করোনা আতঙ্কে বাকিংহাম প্যালেস ছাড়লেন রানি

করোনা ভাইরাসের কারণে বাকিংহাম প্যালেস ছাড়লেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ। দেশটিতে ক্রমেই কোভিড-১৯ আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে থাকায় উদ্ভূত পরিস্থিতিতে রানি (৯৩) ও তার স্বামীকে (৯৮) কোয়ারেন্টাইনে রাখার জন্য উইন্ডসর ক্যাসেলে নেওয়া হয়েছে।

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯১ জন।

এ রোগে বয়স্কদের মৃত্যুর হার বেশি হওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ৭০ বছরের বেশি বয়সীদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বয়স্কদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক।

রাজ পরিবার সূত্রে জানানো হয়েছে, রানি সুস্থ রয়েছেন কিন্তু এ পরিস্থিতিতে তাকে স্থানান্তর করাই যুক্তিযুক্ত। কেননা প্রাসাদে নিয়মিত বিশ্বের বিভিন্ন স্থান থেকে রাজনীতিকসহ অনেক দর্শনার্থী আসেন। কয়েক সপ্তাহ পরেই রানির ৯৪তম জন্মবার্ষিকী এবং উপদেষ্টাদের মতে কোনো বিপদ হওয়ার আগেই তাকে এ প্রাসাদ থেকে সরিয়ে নেওয়া উচিত।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *