করোনা আতঙ্কে আল-আকসা মসজিদ বন্ধ
দক্ষিণাঞ্চল ডেস্ক
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৫২টি দেশ ও অঞ্চলে হানা দিয়েছে। এদিকে, করোনা আতঙ্কে বন্ধ করে দেয়া হয়েছে জেরুজালেমের আল-আকসা মসজিদ। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে আল আকসার সব ধরনের কার্যক্রম।
গতকাল রবিবার করোনা মোকেবেলায় বন্ধ মসজিদের সকল ধরনের প্রার্থনা কার্যক্রম। এছাড়াও বন্ধ রাখা হয়েছে টেম্পল মাউন্টেনের উপর অবস্থিত বিখ্যাত গম্বুজ কুববাত আস-সাখরা।
জেরুজালেম ইসলামিক ওয়াকফ বিভাগ জানায়, মসজিদের ভেতরে সকল ধরনের কার্যক্রম বন্ধ হলেও এর বাইরে প্রার্থনা চালু রাখার কথা জানিয়েছেন আল- আকসার পরিচালক ওমর কিসোয়ানি।
উল্লেখ্য, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আল-আকসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুসলিমদের তৃতীয় বৃহত্তম পবিত্র স্থান আল-আকসা।