করোনা আক্রান্ত ৩১জন, স্বামীবাগে ইসকন মন্দির লকডাউন
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে ইসকন মন্দির লকডাউন করেছে পুলিশ। মন্দিরের ভক্ত পূজারি ও সন্ন্যাসীসহ মোট ৩১জনের করোনা ভাইরাতে আক্রান্ত হওয়ায় মন্দিরটি লকডাউন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে লকডাউনের বিষয়টি নিশ্চিত করেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া।
তিনি জানান, শনিবার সকালের দিকে স্বামীবাগে অবস্থিত ইসকন মন্দিরটি লকডাউন করা হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)
থেকে আমাদের জানানো হয় ৩১ জন ওই মন্দিরের করোনার পরীক্ষায় পজিটিভ এসেছে। এরা মন্দিরের ভক্ত, পূজারি ও সন্ন্যাসী। ওই ৩১ জনসহ আরও অনেকেই ওই মন্দিরের ভেতরে রয়েছেন।
তিনি আরও জানান, মন্দিরটি আগে থেকে লকডাউনেই ছিল। মন্দিরের লোকজন দেশে করোনার শুরু থেকেই নিজেরা লকডাউনে ছিল। তবে পুলিশ সকালে গিয়ে নতুন করে মন্দিরটি লকডাউন করেছে।