করোনা আক্রান্ত কাজী সালাউদ্দিন
করোনার প্রকোপ যে হারে বাড়তে শুরু করেছে, তা এরই মধ্যে আতঙ্কের সীমা ছাড়িয়ে যাচ্ছে। একে একে করোনা আক্রান্ত হচ্ছেন প্রায় সবাই। এবার করোনা পজিটিভ হয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও। নিজের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন এ তথ্য।
২৩ নভেম্বর ছিল সাবেক কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের শেষ কৃত্যের দিন। সেদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাকে শেষ শ্রদ্ধা জানাতে নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হলেও যাননি কাজী সালাউদ্দিন। এ নিয়ে তুমুল সমালোচনা সৃষ্টি হয়।
তবে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, করোনা উপসর্গ থাকার কারণেই মূলতঃ কাজী সালাউদ্দিন সেই অনুষ্ঠানে যেতে পারেননি।
করোনা পরীক্ষার স্যাম্পল দেয়ার পর বুধবার বিকেলেও বাফুফে ভবনে মিডিয়া ব্রিফিংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে জানিয়েওছিলেন যে, করোনা পরীক্ষা করতে দিয়েছেন। তবে তখনও রেজাল্ট পাননি। এরপর রাতে বাসায় যাওয়ার পর রেজাল্ট আসে, তিনি পজিটিভ।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘বড় ধরনের সমস্যা নেই। যদিও ছোট-খাট কিছু উপসর্গ আছে। ডাক্তারের পরামর্শ মেনে বাসাতেই আইসোলেশনে আছেন বাফুফে সভাপতি এবং চিকিৎসা নিচ্ছেন।’