November 27, 2024
আন্তর্জাতিককরোনা

করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১১ কোটি

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আশার কথা হচ্ছে, বাড়ছে সুস্থতার হারও। বিশ্বব্যাপী করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৯৬ লাখ ছাড়িয়েছে। এই মহামারিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ লাখ ১৮ হাজারের বেশি মানুষ এবং সুস্থ হয়েছেন ৮ কোটি ৪২ লাখেরও বেশি।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৪৭৩ জন। এ পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ২৪ লাখ ১৮ হাজার ২৫০ জন।

এই মুহূর্তে সারাবিশ্বে আক্রান্ত রোগী রয়েছেন ২ কোটি ২৮ লাখ ৯৪ হাজার ৭৯২ জন। তাদের মধ্যে ৯৭ হাজার ৭০৫ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। তবে গণটিকাদান শুরুর পর ভারতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত বাংলাদেশে মোট ৫ লাখ ৪১ হাজার ৩৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট ৮ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ শনাক্ত ও মৃত্যু বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৩তম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *