November 25, 2024
আন্তর্জাতিক

করোনায় যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৪৪৯১ জনের মৃত্যুর রেকর্ড

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৯১ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বাধিক। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ রোগে মৃতের সংখ্যা ৩২ হাজার ৯১৭।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানের বরাত দিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য জানায় সংবাদমাধ্যম সিএনএ এবং এনডিটিভি।

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ মহামারিতে যুক্তরাষ্ট্র ৪ হাজার ৪৯১ জনের মৃত্যুর খবর দেয়। ধারণা করা হচ্ছে, এর মধ্যে কোভিড-১৯ এ ‘সম্ভাব্য’ মৃত্যুও উল্লেখ করা হয়েছে, যা আগে যোগ করা হয়নি।

এর আগে নিউইয়র্ক সিটি জানায়, করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় আরও ৩ হাজার ৭৭৮ ‘সম্ভাব্য কোভিড-১৯’ মৃত্যু যোগ করছে তারা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৩১ হাজার ৭১ জন। তাদের মধ্যে ‘সম্ভাব্য কোভিড-১৯ রোগী’ রয়েছেন ৪ হাজার ১৪১ জন।

করোনা ভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। এরপরেই রয়েছে যথাক্রমে ইতালি, স্পেন ও ফ্রান্স।

যুক্তরাষ্ট্রে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা মোট ৬ লাখ ৬৭ হাজার ৮শ’ জন। দেশটিতে এ মহামারির কেন্দ্র নিউইয়র্ক অঙ্গরাজ্যে মারা গেছেন ১২ হাজারেরও বেশি মানুষ।

এরই মধ্যে দেশটির অর্থনৈতিক কার্যক্রম সচল করার তিন স্তর বিশিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন ট্রাম্প।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *