January 21, 2025
আন্তর্জাতিককরোনালেটেস্ট

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১১৬৯ জনের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে। এটি যে কোনো দেশের জন্যই এ রোগে একদিনে সর্বাধিক মৃত্যু।

শুক্রবার (০৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বুধবার (০১ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাত সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৯ জন।

এর আগে সর্বাধিক মৃত্যুর রেকর্ড ছিল ইতালির। ২৭ মার্চ দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৬৯ জনের মৃত্যু হয়।

এ মহামারিতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬ হাজার ৫৩ জন মারা গেছেন। তবে ইতালিতে এখন পর্যন্ত ১৩ হাজার ৯১৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে স্পেনে মারা গেছেন ১০ হাজার ৩৪৮ জন।

আক্রান্তের সংখ্যায়ও রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটিতে আরও ৩০ হাজারেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৫৪০ জন, যা কোনো দেশের তুলনায় সর্বাধিক।

যুক্তরাষ্ট্রে মহামারির কেন্দ্র নিউ ইয়র্ক সিটি। সেখানে ১ হাজার ৫৬২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৮০৯।

যুক্তরাষ্ট্রে এক থেকে আড়াই লাখ পর্যন্ত মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে হোয়াইট হাউস।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *