April 22, 2025
আন্তর্জাতিককরোনা

করোনায় মৃত্যু ৮২ হাজার ছাড়ালো, সুস্থ ৩ লাখের বেশি

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যা বেড়ে ৮২ হাজার ১৪৮ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে এখন পর্যন্ত শুধু ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্সেই মারা গেছেন ৫৪ হাজার ৩৫৭ জন। অন্যদিকে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ২ হাজার ৪৬৫ জন।

বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ভাইরাসটিতে বুধবার দুপুর সোয়া ২টা পর্যন্ত বিশ্বে ১৪ লাখ ৩৪ হাজার ৩৫৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮২ হাজার ১৪৮ জন। পাশাপাশি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ২ হাজার ৪৬৫ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থান আছেন ১০ লাখ ৪৯ হাজার ৭৪০ জন। তাদের মধ্যে ১০ লাখ ১ হাজার ৮০৯ জন প্রাথমিক পর্যায়ে রয়েছেন। বাকি ৪৭ হাজার ৯৩১ জনের অবস্থা গুরুতর।

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে কোভিড-১৯। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ২০৯টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *