January 21, 2025
আন্তর্জাতিককরোনা

করোনায় মৃত্যু ১৯ হাজার ছুঁই ছুঁই, ছড়িয়েছে ১৯৪ দেশ ও অঞ্চলে

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ৮৯২ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি ভাইরাসটি এরই মধ্যে বিশ্বের ১৯৪ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ ভাইরাসে বিশ্বব্যাপী ৪ লাখ ২৪ হাজার ৮৬৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, করোনায় এখন পরযন্ত বিশ্বব্যাপী ১৮ হাজার ৯৩৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু ইতালিতেই মারা গেছেন ছয় হাজার ৮২০ জন। আরও করোনার উৎপত্তিস্থল চীনে মারা গেছেন ৩ হাজার ২৮১ জন। এছাড়া মৃত্যু মিছিল ভাড়ী হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে।

করোনায় আক্রান্ত ৪ লাখ ২৪ হাজার ৮৬৩ জনের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ২ লাখ ৯৬ হাজার ৭১৫ জন। এরমধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৫৯৭ জন ও ১৩ হাজার ১১৮ জনের অবস্থা গুরুতর। আক্রান্তদের মধ্যে বাকি ১ লাখ ২৮ হাজার ১৪৮ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯ হাজার ২০৯ জন এবং মারা গেছেন ১৮ হাজার ৯৩৯ জন।

করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ইতালিতে। ইতালির পরেই রয়েছে স্পেন। সেখানে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৫৮ জন, মারা গেছেন ২ হাজার ৯৯১ জন। অন্যদিকে, ইরানে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮১১ জন, মারা গেছেন ১ হাজার ৯৩৪ জন।

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। প্রায় প্রতিদিনই ভাইরাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রোগী বাড়ছে, তেমনি নতুন দেশ থেকে করোনা আক্রান্ত রোগীর তথ্য জানানো হচ্ছে। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৯৪টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *