January 19, 2025
আন্তর্জাতিককরোনালেটেস্ট

করোনায় মৃত্যু ১৩ লাখ ছুঁই ছুঁই

বিশ্বজুড়ে ভয়াবহ সঙ্কট তৈরি করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিভিন্ন দেশের অর্থনীতিতে ধস নেমে এসেছে, কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। লাখ লাখ মানুষের জীবন নিয়েও ক্ষান্ত হচ্ছে না এই ভাইরাস।

ইতোমধ্যেই বিশ্বের প্রায় ১৩ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ৫ কোটি ৩০ লাখ ৯০ হাজার ৭৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ১২ লাখ ৯৯ হাজার ৪শ জন। অপরদিকে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩ কোটি ৭২ লাখ ১০ হাজার ৪০৬ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস প্রকোপ বিস্তার করেছে।

এখন পর্যন্ত করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯৩৬ জন। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৪৮ হাজার ৫৮৫ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৬৭ লাখ ২৮ হাজার ১২০ জন।

করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ২৭ হাজার ৯শ। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২৮ হাজার ৬৮৬ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৮১ লাখ ১৩ হাজার ৩৪৫ জন।

এদিকে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এগিয়ে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৭ লাখ ৮৩ হাজার ৬৪৭ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৬৪ হাজার ৩৩২ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫২ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন।

ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৯৮ হাজার ৭১০। এর মধ্যে মারা গেছে ৪২ হাজার ৯৬০ জন। দেশটিতে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৩৪ হাজার ৯৫৪।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৫৮ হাজার ৫৬৮ জন। এর মধ্যে মারা গেছে ৩২ হাজার ৩২ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ১৩ লাখ ৮৮ হাজার ১৬৮ জন।

স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮৪ হাজার ৮৬৮ জন। এর মধ্যে মারা গেছে ৪০ হাজার ৪৬১ জন। যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৯০ হাজার ১৯৫ জন। এর মধ্যে মারা গেছে ৫০ হাজার ৯২৮ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *