January 19, 2025
করোনাজাতীয়লেটেস্ট

করোনায় মৃত্যু-শনাক্ত-সুস্থতা সবই ঊর্ধ্বমুখী

গত ২৪ ঘন্টায় শনাক্ত ৮৪৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু, শনাক্ত ও সুস্থতার হার বৃদ্ধি পেয়েছে। এ সময় সারাদেশে করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৭৬ জনে। এর আগের দিন রোববার (৭ মার্চ) ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ১১ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি ল্যাবরেটরিতে ১৬ হ‌াজার ৬৬০টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪১ লাখ ৬৩ হাজার ১৬৩টি।

এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৮৪৫ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৫১ হাজার ১৭৫। এর আগের দিন রোববার শনাক্ত হয়েছিল ৬০৬ জন।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪ হাজার ১২০ জন। এর আগের দিন রোববার সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭ জন।

সোমবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের বয়স বিশ্লেষণে দেখা যায়, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব আটজন রয়েছেন।

বিভাগওয়ারী হিসেবে, মৃত ১৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন ও চট্টগ্রামে আটজন মারা যান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *