November 29, 2024
আঞ্চলিককরোনালেটেস্টশীর্ষ সংবাদ

করোনায় মৃত্যু ও শনাক্তের হারে শীর্ষে খুলনা বিভাগ

# বিভাগে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু
# জেলায় মৃত ৭ জনের ৫ জনই আক্রান্ত

এফ এম হাফিজুল ইসলাম
করোনাভাইরাসে মৃত্যু এবং শনাক্তের হারে শীর্ষে এখন খুলনা বিভাগ। গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বাধিক ২০ জনের মৃত্যু হয়। একই সময়ে এই ভাইরাসে শনাক্তের হার ছিল সর্বোচ্চ ৩৬ দশমিক ৮১ শতাংশ। এদিকে এই সময়ে খুলনা করোনা হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫ জন করোনা পজিটিভ ও ২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া মানুষের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এসময়ে মৃত্যুবরণকারীদের মধ্যে খুলনা বিভাগের ছিলেন ২০ জন। এছাড়া দেশে করোনা শনাক্তের হারেও শীর্ষে রয়েছে খুলনা। বিভাগে নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ৮১ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত হয়ে এবং ২ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়। এরমধ্যে পাইকগাছার মৃত ইব্রাহিম গাজীর ছেলে আবুল কাশেম (৭৩), যশোর অভয়নগরের আদিত্য দত্তের ছেলে বিষ্ণু দত্ত (৫৬), খুলনার রূপসা কাজদিয়ার ইয়াকুব আলী গাজীর ছেলে ইদ্রিস আলী গাজী (৬০), ফুলতলার কসবার মৃত কাজী বেলায়েত হোসেনের ছেলে হাসিনা বেগম (৭৮) ও ফুলতলার শাহিনুর (৪০)। এছাড়া উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, খুলনা করোনা হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৫৯ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ১০১ জন, ইয়ালোজোনে ২৯ জন, এইচডিইউতে ১০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।
অপরদিকে খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ৫৬২ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩৯২ জন। এরমধ্যে ২২২ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১৫১ জন, বাগেরহাট ৪২ জন, যশোরের ১৪ জন, সাতক্ষীরার ৭ জন, ঝিনাইদহের ১ জন, নড়াইলের ৫ জন, পিরোজপুরের ১ জন ও বরিশাল জেলার ১ জন রয়েছে। ল্যাবে মোট নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ছিলো ৩৯.৫০ শতাংশ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *