November 26, 2024
আঞ্চলিককরোনাবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

করোনায় মারা গেলেন খুলনা জেলা ন্যাপের সভাপতি ফজলুর রহমান

বিভিন্ন মহলের শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) খুলনা জেলা কমিটির সভাপতি, ১৪ দলীয় জোট-এর অন্যতম নেতা ও বিশিষ্ট সিনিয়র আয়কর আইনজীবী মোঃ ফজলুর রহমান (৭৩) করোনায় আক্রান্ত হয়ে রবিবার সকাল ৮টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা রবিবার বাদ আসর মুসলমানপাড়া দারুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে নিরালা কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
আওয়ামী লীগ : বিবৃতি দিয়েছেন নগর আওয়ামী লীগ নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
বিএনপি : বিবৃতিদাতারা হলেন নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
১৪ দলীয় জোটভুক্ত বাম ও গণতান্ত্রিক দল : বিবৃতিদাতারা হলেন ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি এড. মিনা মিজানুর রহমান, বাংলাদেশ জাসদ নগর সভাপতি রফিকুল হক খোকন, জাসদ নগর সভাপতি খালিদ হোসেন, জেলা সভাপতি শেখ গোলাম মোর্ত্তজা, ওয়ার্কার্স পার্টি নগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, ন্যাপ জেলা সহ-সভাপতি এনামুল হক টুটুল, জাকের পার্টি জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদেক আলী, গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি মোঃ আহসাবুর রহমান বুলু, সাম্যবাদী দল জেলা সম্পাদক এফ এম ইকবাল, ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, জাসদ জেলা সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, জেপি জেলা সাধারণ সম্পাদক ডাঃ এম এন আলম সিদ্দিকী, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক তপন কুমার রায়, জাসদ মহানগর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মণ্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহানগর সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল-ইসলাম, জাকের পার্টির গোলাম নবী মাসুম, গণতন্ত্রী পার্টি জেলা সাধারণ সম্পাদক মোঃ সলেমান হাওলাদার, ন্যাপ মহানগর সাধারণ সম্পাদক মিলন মণ্ডল, জেলা সহ-সাধারণ সম্পাদক শামীম আহসান প্রমুখ।
খুলনা উন্নয়ন কমিটি : বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য, খুলনা জেলা ন্যাপের সভাপতি, ১৪ দল নেতা, আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, শাহীন জামাল পন, মোঃ নিজাম-উর রহমান লালু, জেড এ মাহমুদ ডন, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা মাস্টার বদিয়ার রহমান, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, চৌধুরী মিনহাজ উজ-জামান সজল, আরজুল ইসলাম আরজু, মামনুরা জাকির খুকুমনি, আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মীর বরকত আলী, মোঃ মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, শেখ হাসান ইফতেখার চালু, মিনা আজিজুর রহমান, মাস্টার মনিরুল ইসলাম, রসু আক্তার, নুরুজ্জামান খান বাচ্চু, মোঃ মফিদুল ইসলাম টুটুল, এড. লুৎফর রহমান, ইলিয়াস মোল্লা, সরদার রবিউল ইসলাম রবি, মতলেবুর রহমান মিতুল, শেখ আবিদ উল্লাহ, মোঃ আব্দুস সালাম, মোঃ খলিলুর রহমান, অধ্যাপক আযম খান, মোল্লা মারুফ রশীদ, এস এম আসাদুজ্জামান মুরাদ, এস এম ইকবাল হোসেন বিপ্লব, সৈয়দ এনামুল হাসান ডায়মণ্ড, আহমেদ ফিরোজ ইব্রাহিম, এস এম আখতার উদ্দিন পান্নু, মল্লিক মাসুদ করিম, রকিব উদ্দিন ফারাজী, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, শেখ মুর্শরফ হোসেন, এড. কুদরত-ই-খুদা, আলী আকবর টিপু, আনিসুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ রেহেনা আক্তার, মোঃ মামুন রেজা, মোঃ তরিকুল ইসলাম, মোঃ শফিকুর রহমান, এস এম জাহিদুর রহমান, জুবায়ের আহমদ খান জবা, শেখ আব্দুস সালাম, ফেরদৌস হোসেন লাবু, মোঃ হায়দার আলী, কামরুল করিম বাবু, রফিকুল ইসলাম বাবু, প্রমিতি দফাদার, আজিমুর রহমান মুরাদ প্রমুখ।
নবারুণ সংসদ : বিবৃতিদাতারা হলেন সভাপতি গাজী ওহিদুর রহমান টুকু, উপদেষ্টা কাজী আহম্মেদ-উল মামুন, কাজল কৃষ্ণ দে, আব্দুল করিম বাবু, খায়রুল আনাম বাবলু, কামাল পাশা হারু, এস এম রেজাউর রহমান বাবুল, এ্যাড. শাহেদুল বারী বাদল, শেখ জার্জিস উল্লাহ, সহ-সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ খাইরুল এহসান মানিক, সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, কোষাধ্যক্ষ শেখ খুরশিদ আহমেদ, নির্বাহী সদস্য ফরহাদ নেওয়াজ টিপু, আব্দুস সামাদ কচি, এ্যাড. এমদাদুল হক হাসিব, শমশের আলী মিণ্টু, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, বনানী সুলতানা ঝুমুসহ সাধারণ সদস্যবৃন্দ।
অপরদিকে শরৎ কুমারীদেবী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ পর্ষদের সভাপতি এ্যাড. ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় বিবৃতি প্রদান করেছেন।

‌দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *