করোনায় মারা গেলেন খুলনার বিশিষ্ট শিল্পপতি ও আ’লীগ নেতা শেখ মজনু
দ. প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনার বিশিষ্ট শিল্পপতি, আওয়ামী লীগ নেতা, ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব শেখ মজনু (৬৪)। আজ রবিবার দুপুর সোয়া ১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি আকাঙ্খা গ্রুপের মালিক ছিলেন। তিনি জীবদ্দশায় মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন।
খুলনা মহানগর আওয়ামী লীগেরস সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ জানান, শেখ মজনু প্রথমে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁর অবস্থার অবনতি হলে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। দীর্ঘ কয়েক দিন লড়াই করে রবিবার দুপুরে মৃত্যুর কাছে আত্মসমর্পন করেন। ঢাকায় জানাযা শেষে রবিবার তার মরদেহ খুলনায় আনা হয়। মরহুমের নামাজে জানাজা সোমবার দৌলতপুরে অনুষ্ঠিত হবে।
এদিকে আলহাজ্ব শেখ মজনু’র মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারীসহ আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
যুবলীগ : বিশিষ্ট শিল্পপতি, আকাঙ্খা গ্রুপের চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনাধীন ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব শেখ মজনু’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মহনগর যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজনসহ যুবলীগের সকল নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ